Baaynabilashi Song Lyrics

Baaynabilashi Song Lyrics From X=Prem

Song: Baaynabilashi
Movie: X=Prem
Singers: Sahana Bajpaie, Samantak Sinha
Composer: Sanai
Lyricist: Dhrubojyoti Chakrabarty
Starring: Anindya, Shruti

Baaynabilashi Song is from the movie X=Prem. Baaynabilashi Song has been sung by Samantak Sinha & Sahana Bajpaie. Music composed by Sanai. Lyrics written by Dhrubojyoti. Baaynabilashi Lyrics. Baaynabilashi Song Lyrics. Baayna Bilashi Song Lyrics.

বায়নাবিলাসী গানটি হল X=প্রেম সিনেমার গান। গানটি গেয়েছেন সাহানা ও স্যমন্তক। সুরকার হলেন সানাই। কথা লিখেছেন ধ্রুবজ্যোতি। বায়না বিলাসী লিরিক্স।

Baaynabilashi Lyrics in Bengali:


যেখানে প্রজাপতি, রঙের ফোয়ারা
যেখানে সূয্যিরা সাজিয়েছে পাড়া
যেখানে মৌমাছি হলো মনবাতিক
বিলোবে ভালোবাসা, দান খয়রাতি

যেখানে দিন হলে হবে দিলখুশ
বিরহে ঝিলমিল ওড়াবে ফানুস
আমাকে মেলা থেকে কিনে দেবে তো বাঁশি
আমি তো রোজ রোজ বায়নাবিলাসী

আমাকে নাও আমাকে নাও 
আমাকে নাও আনমনা জাদুকর
যেখানে যাও যেখানে চাও
আর বানাও আমার ঘর

আমি মেঘের পাহাড় বানাই
আমি নদীর উজান মাপি
কাল হৃদয়ের হাল খাতায়
পাবো সোহাগের ঋণ খেলাপি (২ বার)

আমি গভীর জোছনা দেবো
দেবো সহজ সরল তারা
আমি ময়দানে মহারথী
আর গৃহকোণে গোবেচারা

যেখানে জল ছুঁয়ে থাকে জলফড়িং
যেখানে মন্ত্ররা ছট হিং টিং
যেখানে কিং সাইজ কেতামের আমি
সেয়ানা সখীকেই পাঠাব সেলামী

যেখানে খুব করে ডুব দেবে কথা
কলি তো ফুটবেই কাটিয়ে জড়তা
যেখানে খুব করে ডুব দেবে কথা
কলি তো ফুটবেই কাটিয়ে জড়তা

তোমাকে মেলা থেকে দেব নিরালা বাঁশি
দুজনে জান দিয়ে হব বানভাসি

আমি তো তাই, আমি তো তাই
আমি তো তাই আনমনা জাদুকর
যেখানে যাই, যেখানে চাই
আর বানাই তোমার ঘর

আমাকে নাও আমাকে নাও 
আমাকে নাও আনমনা জাদুকর
যেখানে যাও যেখানে চাও
আর বানাও আমার ঘর

আমি তো তাই, আমি তো তাই
আমি তো তাই আনমনা জাদুকর
যেখানে যাই, যেখানে চাই
আর বানাই তোমার ঘর

আমাকে নাও আমাকে নাও 
আমাকে নাও আনমনা জাদুকর
যেখানে যাও যেখানে চাও
আর বানাও আমার ঘর

Baaynabilashi Lyrics in English Transliteration:


Jekhane projapoti ronger fowara
Jekhane sujjira sajiyeche para
Jekhane moumachi holo monbatik
Bilobe valobasa, daan khoyrati

Jekhane din holey hobe dilkhush
Birohe jhilmil orabe phanush
Amake mela theke kine debe toh bansi
Ami toh roj roj baaynabilashi

Amake nao amake nao
Amake nao anmona jadukor
Jekhane jao jekhane chao
Arr banao amar ghawr

Ami megher pahar banai
Ami nodir ujaan mapi
Kal hridoyer haal khatay
Pabo sohager wrin khelapi
326404665953066090

TRENDING NOW

326404665953066090