Bhalobashar Morshum Lyrics (ভালবাসার মরশুম) Shreya Ghoshal | Arijit Singh
Song: Bhalobashar Morshum
Movie: X=Prem
Singers: Shreya Ghoshal, Arijit Singh
Lyricist: Subrata Barishwala
Composer: Sanai
Starring: Anindya Sengupta, Shruti Das, Arjun Chakraborty, Madhumita Basak
Bhalobashar Morshum Song has been sung by Shreya Ghoshal & Arijit Singh. Bhalobashar Morshum Song is from the Bengali movie X=Prem. Music composed by Sanai. Lyrics written by Barish. Bhalobashar Morshum Song Lyrics. Bhalobashar Morshum Lyrics.
ভালবাসার মরশুম গানটি হল X=প্রেম সিনেমার। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংহ। সুরকার হলেন সানাই। কথা লিখেছেন বারিশ। ভালবাসার মরশুম লিরিক্স।
মন একে একে দুই
একাকার আমি তুই
আর না চোখ ফিরিয়ে একটু হাস
নেই মনে কি কিছুই
তোর ঠোঁটের ডানা ছুঁই
মিলবে সব জীবনের ক্যালকুলাস
স্মৃতিরা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম
এ বুকে তবু বারো মাস
ভালবাসারই মরশুম
ভালবাসারই মরশুম
ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই
সেই যে সেই তাকালেই সর্বনাশ
ঝড় এলে তুই
সাথে থাকলে কী ভয়
তোর ঠিকানায় পাঠালাম এ হৃদয়
প্রেম হলে এক
সুরে গান বেজে যায়
সেই দেয় জখম
তবু সেই তো ভেজায়
ব্যথারা ফিরেছে এপাশ
বালিশে জমে ভাঙা ঘুম
এ বুকে তবু বারো মাস
ভালোবাসারই মরশুম
ভালোবাসারই মরশুম
দিন বদলে যাবে ফের
হাত ধরে সময়ের
ফুটবে ঠিক মন-মাফিক মন-পলাশ
ফুটবে ঠিক মন-মাফিক মন-পলাশ...
Mon eke eke dui
Ekakar ami tui
Arr na chokh firiye ektu haas
Nei mone ki kichhui
Tor thonter dana chhui
Milbe sob jiboner calculus
Smritira geche porobas
Kawtha ra hoyeche nijhum
E bukey tobu baro maas
Bhalobashar Morshum
Bhalobashar Morshum
Daak naame deke jay
Sei ager toke chai
Sei je sei takalei sorbonash
Jhawr eley tui
Sathe thakle ki voy
Tor thikanay pathalam e hridoy
Prem holey ek
Surey gaan beje jay
Sei deye jokhom
Tobu sei toh vejay
Byathara phireche epash
Balishe jonr vanga ghum
E buke tobu baro maas
Bhalobashari Morshum
Bhalobashar Morshum
Din bodle jabe fer
Haat dhore somoyer
Futbe thik mon mafik mon polash
Futbe thik mon mafik mon polash