Song: Ojuhat
Singer, Composer & Lyricist: Rahul Dutta
Animation: Tuhin Paul
Ojuhat Song has been sung, composed & written by Rahul Dutta. Ojuhat Lyrics. Ojuhat Song Lyrics. Ojuhat Lyrics Bangla.
অজুহাত গানটি হল রাহুল দত্তের গাওয়া। তিনি নিজেই গানটির টিউন তৈরি করেছেন ও কথা লিখেছেন। অজুহাত গানের লিরিক্স।
আমি চাইলেও পারিনা তোকে ছুঁতে
তোর হাজার হাজার অজুহাত
তোকে একবার দেখবো বলে
থাকি প্রতীক্ষায় বসে
আমি চাইলেও পারিনা কথা বলতে
তোর হাজার হাজার অজুহাত
তোকে একবার শুনবো বলে
থাকি প্রতীক্ষায় বসে
আমি চাইলেও পারিনা তোকে ছুঁতে...
হুমমম...হুমমম...
দিন শেষে রাত্রি ঘনায়
রাত শেষে চোখ ভিজে যায়
দিন শেষে রাত্রি ঘনায়
রাত শেষে চোখ ভিজে যায়
আমার চোখের কালোতে কত স্বপ্ন জমে
তোর কিচ্ছু কি আসে বা যায়?
কথা বলনা তুই একটু আদর করে
নয় কাঁদবো আমি দেখবি দুচোখ ভরে
হুমমম...হুমমম...
আমি চাইলেও পারিনা তোকে ছুঁতে
তোর হাজার হাজার অজুহাত
তোকে একবার দেখবো বলে
থাকি প্রতীক্ষায় বসে
আমি চাইলেও পারিনা কথা বলতে
তোর হাজার হাজার অজুহাত
তোকে একবার শুনবো বলে
থাকি প্রতীক্ষায় বসে
আমি চাইলেও পারিনা তোকে ছুঁতে...
Ami chaileo parina toke Chhunte
Tor hazar hazar ojuhat
Toke ekbar dekhbo bole
Thaki protikkhay bosey
Ami chaileo parina kawtha bolte
Tor hazar hazar ojuhat
Toke ekbar shunbo boley
Thaki protikkhay bosey