Song: Rajyopat
Web Series: Srikanto
Singers: Debayan Banerjee, Srijita Mitra
Composer: Debayan Banerjee
Lyricist: Pralay Sarkar
Starring: Rishav, Madhumita
Rajyopat Song is from the Bengali web series Srikanto. Rajyopat Song has been sung by Debayan Banerjee & Srijita Mitra. Music composed by Debayan. Lyrics written by Pralay Sarkar. Rajyopat Lyrics. Rajyopat Song Lyrics.
রাজ্যপাট গানটি হল শ্রীকান্ত ওয়েব সিরিজের। গানটি গেয়েছেন দেবায়ন ও শ্রীজিতা। সুরকার হলেন দেবায়ন। কথা লিখেছেন প্রলয় সরকার। রাজ্যপাট লিরিক্স।
পালাচ্ছি আবার
সিঁড়ি বেয়ে উঠি বারেবার
জোনাকির ছাদে
হো...ওওও
আমাদের খবর
হো...ওওও জমেছে জবর
ভীষণ আহ্লাদে
ওওও...
দেখো পাড়ি দেবে কিনা
হো...ওওওও...
মেঘের গাড়ি নেবে কিনা
ওওওও...
এই মলাট এই রাজ্যপাট
ছেড়ে দাও
এই প্রহর এই অবসর
কেড়ে নাও
আজ টুকু এই আমাদের
হয়ে থাক
কাল কী হয় বলো কে জানে
দেখা যাক
দুজনাতেই ভাঙছি আগল
পিছুটান ফেলেছি ছুঁড়ে
দেখো দুটো বদ্ধ পাগল
দুটো দেশ দিচ্ছে জুড়ে
দেখো পাড়ি দেবে কিনা
হো...ওওওও...
মেঘের গাড়ি নেবে কিনা
ওওওও...
এই মলাট এই রাজ্যপাট
ছেড়ে দাও
এই প্রহর এই অবসর
কেড়ে নাও
আজ টুকু এই আমাদের
হয়ে থাক
কাল কী হয় বলো কে জানে
দেখা যাক
Palachhi abar
Sinri beye uthi barebar
Jonakir chhade
Ho...oooo
Amader khobor
Ho...oooo jomeche jobor
Vison ahllade
Oooo...
Dekho pari debe kina
Ho...oooo
Megher gari nebe kina
Oooo...
Ei molat ei rajyopat
Chhere dao
Ei prohor ei oboshor
Kerey nao