Ebhabeo Preme Pora Jay Lyrics (এভাবেও প্রেমে পড়া যায়) Aay Khuku Aay
Song: Ebhabeo Preme Pora Jay
Movie: Aay Khuku Aay
Singer: Antara Mitra
Music & Lyrics: Ranajoy Bhattacharjee
Starring: Prosenjit Chatterjee, Ditipriya Roy, Rahul Dev Bose, Sohini Sengupta & Others
Ebhabeo Preme Pora Jay Song is from the movie Aay Khuku Aay. Ebhabeo Preme Pora Jay Song has been sung by Antara Mitra. Music composed by Ranajoy Bhattacharjee. He also wrote the lyrics. Ebhabeo Preme Pora Jay Lyrics Bangla. Ebhabeo Preme Pora Jay Song Lyrics. Ebhabeo Preme Pora Jai Song Lyrics.
এভাবেও প্রেমে পড়া যায় গানটি হল আয় খুকু আয় সিনেমার গান। গানটি গেয়েছেন অন্তরা মিত্র। সুরকার ও কথাকার হলেন রনজয় চ্যাটার্জী। এভাবেও প্রেমে পড়া যায় লিরিক্স।
এভাবেও প্রেমে পড়া যায়
সবটুকু তাকে বলা যায়
উষ্ণ আবেগে নিঙড়ে নিয়েও,
একসাথে পথ চলা যায়
এভাবেও প্রেমে পড়া যায়
ধুলোমাখা পথ শেষে
জমা কান্না পেরিয়ে এসে
আবার চেনা ডাকনাম, এ প্রেমের গান
তোমাকেই ভালোবেসে
এই মেঠো সুর জাগে
আজ প্রেমেরই অস্তরাগে
আমার ফেরারী গান, স্বপ্ন স্নান
অভিমানী অনুরাগে
এভাবেও ছুঁয়ে থাকা যায়
তাকে যত্নে আগলে রাখা যায়
বুকের বৃষ্টি থামলেও তার
সোঁদা গন্ধ মাখা যায়
এভাবেও প্রেমে পড়া যায়
সবটুকু তাকে বলা যায়
উষ্ণ আবেগে নিঙড়ে নিয়েও,
একসাথে পথ চলা যায়
এভাবেও প্রেমে পড়া যায়
চুপিচুপি কানাকানি
সব হয়ে যাক জানাজানি
আমার দিনযাপন, রাতকাহন
শুধু তোমাকেই জানি
এই আলপথচারী
রাত জেগে থাকার মানে
আমার সুখ মাস্তুল, শান্ত দুকূল
রাখা আছে কোনখানে
এভাবেও বেঁচে থাকা যায়
ভাঙা দেওয়ালেও কান পাতা যায়
ইতিহাস ঢাকা প্রেমের হরফে
চেনা অক্ষর শেখা যায়
এভাবেও প্রেমে পড়া যায়
সবটুকু তাকে বলা যায়
উষ্ণ আবেগে নিঙড়ে নিয়েও,
একসাথে পথ চলা যায়
এভাবেও প্রেমে পড়া যায়
Ebhabeo Preme Pora Jay
Sobtuku takey bola jay
Ushno abege ningre niyeo
Eksathe poth chola jay
Ebhabeo Preme Pora Jay
Dhulo makha poth sheshe
Joma kanna periye eshe
Abar chena daknam ei premer naam
Tomakei bhalobese
Ei metho sur jage
Aaj premeri ostorage
Amar ferari gaan, swopno snan
Obhimani onurage
Ebhabeo chhuye thaka jay
Takey jotne agle rakha jay
Buker brishti thamleo tar
Sonda gondho makha jay