Song: Bismillah Title Track
Movie: Bismillah
Language: Bengali
Music: Indraadip Das Gupta
Singer: Arijit Singh
Lyrics: Srijato
Starring: Riddhi, Subhashree
Bismillah Title Track is from the Bengali movie Bismillah. This title song has been sung by Arijit Singh. Music composed by Indraadip Das Gupta. Lyrics written by Srijato. Bismillah Title Track Lyrics. Bismillah Title Song Lyrics.
বিসমিল্লা সিনেমার টাইটেল গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সুরকার হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। কথা লিখেছেন শ্রীজাত। বিসমিল্লা গানের লিরিক্স।
শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ
এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে, কোনো দেশ
ভেঙে যাওয়া মনে খড়কুটো গোনে যে পাখি
বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী
এ পথে কোনো ঋণ নেই
ফেলে আসা দিন নেই
শুরুতেই ফিরে এসো তুমিও
ছেড়ে যাওয়া হাত নেই
ভাসানেরও রাত নেই
মাঝে অবসর পেলে ঘুমিও
শুরুর কথায় লেখা আছে তাই
শুরুর কাছেই একা ফিরলাম
যত ভাঙন তুলে নিক এ মন
বলতেই হবে বিসমিল্লা
ভালোবাসে যে চোখ
ছেড়ে যাওয়া পালক
আক্ষেপ বাতাসে ভাসাও
হেঁটে চলো সামনে
অতীতেরও নাম নেই
চুপ থাক সে ছেড়ে আসাও
বয়ে যাক নদী আর
এ গ্রহের আছে যা ভুল
সয়ে যাক পিছুটান
বোনা হোক নতুন আঙুল
এ পথে কোনো ঋণ নেই
ফেলে আসা দিন নেই
শুরুতেই ফিরে এসো তুমিও
ছেড়ে যাওয়া হাত নেই
ভাসানেরও রাত নেই
মাঝে অবসর পেলে ঘুমিও
শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ
এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে, কোনো দেশ
ভেঙে যাওয়া মনে খড়কুটো গোনে যে পাখি
বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী
Shesh bole jeno kichu nei, ache obosesh
E desher o sheshe thiki shuru hobe kono desh
Venge jaowa mone khorkuto gone je pakhi
Basa chhere takey urre jetey hoy ekaki
E pothe kono wrin nei
Fele asa din nei
Shurutei phire esho tumio
Chhere jaowa haat nei
Vasaner o raat nei
Majhe obosor pele ghumio
Shurur kawthay lekha achhe tai
Shurur kachhei eka firlam
Joto vangon tuley nik e mon
Boltei hobe Bismillah