Ekhanei Song Lyrics By Lagnajita

Ekhanei Song Lyrics By Lagnajita Chakraborty 

Song: Ekhanei
Singers: Lagnajita Chakraborty, Diptarka Bose
Composition: Diptarka Bose
Lyrics: Arnab Choudhury
Starring: Neel Bhattacharya & Trina Saha

Ekhanei song has been sung by Lagnajita Chakraborty & Diptarka Bose. Music composed by Diptarka. Lyrics written by Arnab. Ekhanei Song Lyrics Bangla.

এখানেই গানটি হল লগ্নজিতা ও দীপ্তার্ক এর গাওয়া। সুরকার হলেন দীপ্তর্ক। কথা লিখেছেন অর্ণব। এখানেই গানের লিরিক্স।

Ekhanei Lyrics in Bengali Lagnajita Chakraborty:


এ রাতের আস্কারাতে
কত তারা খসে যায়,
বসে ঠায় একতারা কে বাজায়?

এ রাতের আস্কারাতে
কত তারা খসে যায়,
বসে ঠায় একতারা কে বাজায়?
আর কাটে না সময়
শুধু শূন্যতায় শূন্য বাড়ায়,
বসে ঠায় একতারা কে বাজায়?
এখানেই পরিচয়, এখানেই ছদ্মবেশ
সন্ধান এখানেই, এখানেই নিরুদ্দেশ। 

শেষ রাতে হওয়া প্রথম আলাপ
নীরবতা জুড়ে বার্তালাপ,
দমকা হাওয়ায়। 
থমকে সময়
আচমকা পথ হারানো এ ঠিকানায়। 
ধ্রুবতারা চোখে নিষ্পলক
কত কাছে তবু কত আলোকবর্ষ দূরে
আকাশ জুড়ে
দিকশূন্য দূরবীন সাজায়,
জোছনায় সে আকাশ ঝলসে যায়।
খসে যায়, আরও তারা খসে যায়
তবু এখানেই সরে যায়
এখানেই ছোঁয়া হাত,
হাসে চাঁদ এখানেই, এখানেই উল্কাপাত। 
এখানেই পরিচয়, এখানেই ছদ্মবেশ
সন্ধান এখানেই, এখানেই নিরুদ্দেশ,
এখানেই..

Ekhanei Lyrics in English Transliteration:


E raater ashkarate
Koto tara khose jay
Boshe thaay ektara ke bajay
Ar thaay ektara ke bajai

Ar katena somoy 
Sudhu shunnotay shunno baray
Boshe thaay ektara ke bajay
Ekhanei porichoy ekhanei chodmobesh
Sondhan ekhanei, ekhanei niruddesh.
326404665953066090

TRENDING NOW

326404665953066090