Alada Alada Lyrics (আলাদা আলাদা) Anupam Roy | Ardhangini Movie
Song: Alada Alada (আলাদা আলাদা)
Movie: Ardhangini
Music & Lyrics: Anupam Roy
Singers: Anupam Roy, Iman Chakraborty
Starring: Jaya, Churni, Kaushik
Alada Alada Song is from the movie Ardhangini. Alada Alada Song is sung by Anupam Roy. Music composed by Anupam Roy and Iman Chakraborty. He also wrote the lyrics. Alada Alada Lyrics By Anupam Roy. Alada Alada Song Lyrics. Ami Abar Klanto Pothochari Lyrics.
আলাদা আলাদা গানটি হল অর্ধাঙ্গিনী সিনেমার গান। গানটি গেয়েছেন অনুপম রায় ও ইমন চক্রবর্তী। সুরকার হলেন অনুপম রায়। তিনি নিজেই গানটির কথা লিখেছেন। আলাদা আলাদা গানের লিরিক্স।
আলাদা আলাদা সব
আমি আবার ক্লান্ত পথচারী,
এই কাঁটার মুকুট লাগে ভারী,
গেছে জীবন দুদিকে দুজনারই,
মেনে নিলেও কি মেনে নিতে পারি?
ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই...
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।
কুয়াশা ভেজা নামছে সিঁড়ি
অনেক নীচে জল
সেখানে একফালি চাঁদ ভাসছে
করছে টলমল।
তাকে বাঁচাব বলে, জলে নেমেও
বাঁচাতে পারি না।
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।
কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি
কী এসেছি ফেলে?
বরফে ঢেকেছে শয্যা আমার
কখন অবহেলে?
কিভাবে বদলে গেল চাওয়া পাওয়া
বুঝতে পারি না।
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।
Alada alada sob
Ami abar klanto pothochari
Ei kantar mukut lage vari
Geche jibon du dike dujonari
Mene nileo ki mene nitey pari?
Chhunte giyeo jeno haater nagale na pai
Ebhabe herey jai, jei ghure takai
Kemon jeno alada alada sob
Alga theke tai, khose porechi prai
Kemon jeno alada alada sob.