Song: Gaa Chuye Bolo (গা ছুঁয়ে বলো)
Movie: Surongo
Singers: Tanjib Sarowar, Abanti Sithi
Tune & Lyrics: Tanjib Sarowar
Music Composition: Sajid Sarker
Starring: Afran Nisho
Gaa Chuye Bolo song is from the movie Surongo. Gaa Chuye Bolo song has been sung by Tanjib Sarowar and Abanti Sithi. Music composed by Sajid Sarker. Lyrics written by Tanjib Sarowar. Gaa Chuye Bolo Song Lyrics. Gaa Chuye Bolo Song Lyrics from Surongo.
গা ছুঁয়ে বলো গানটি হলো সুড়ঙ্গ সিনেমার গান। গানটি গেয়েছেন তন্জীব ও অবন্তী। সুরকার হলেন সাজীদ। কথা লিখেছেন তঞ্জীব। গা ছুঁয়ে বলো গানের লিরিক্স।
গোটা পৃথিবীতে খুঁজো
আমার মতো কে তোমারে এত ভালোবাসে।
এই মনের ঘরে এসো
এই বুকেরই বাঁ-পাশেতে তোমার নামই জপে।
একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে?
তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে?
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আছে বলো।
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আর আছে বলো।
পাল ছাড়া নাওয়ের বুকে
ঢেউয়ে ঢেউয়ে খেলা করে
আকাশটাও দেখে মোদের খুনসুটি।
পাহাড়ের দেউড়িতে ভালোবাসা লেগে আছে
কেমন করে বুকের মাঝে তোমায় পুষি?
আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে
সেই মোহতে ডুবলে পরে পাইনা তীর খুঁজে।
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আছে বলো।
এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আর আছে বলো।
Gota prothibi te khujo
Amar moto ke tomare eto valobase
Ei moner ghore esho
Ei bukeri ba pashete tomar nami jope
Ektu aral holei keno mone khorak jage
Tomar songo pelei keno deho shiure othe
E gaa chuye bolo, chere jabe na kokhono
Tomar moto ke ache bolo.
E gaa chuye bolo, chere jabe na kokhono
Tomar moto ke arr ache bolo.