Jiya Tui Chara Lyrics (জিয়া তুই ছাড়া) Arijit Singh | Biye Bibhrat Movie
Song: Jiya Tui Chara (জিয়া তুই ছাড়া)
Singer: Arijit Singh
Movie: Biye Bibhrat
Composer: Ranajoy Bhattacharjee
Lyricist: Barish
Starring: Abir Chatterjee, Parambrata Chattopadhyay, Lahoma Bhattacharjee
জিয়া তুই ছাড়া গানটি হল বিয়ে বিভ্রাট সিনেমার গান। গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ। সুরকার হলেন রনজয় ভট্টাচার্য ও কথাকার হলেন বারিশ। জিয়া তুই ছাড়া গানের কথা।
Jiya Tui Chara song is from the Bengali movie Biye Bibhrat. Jiya Tui Chara Song has been sung by Arijit Singh. Music composed by Ranajoy Bhattacharjee. Lyrics written by Barish. Jiya Tui Chara Song Lyrics in Bengali.
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া
ডাকি তাও, জাগে না
চায় হৃদয় তোর সাড়া (×২)
রং মেশায় দিন রাতে
এ দু' চোখের দরিয়াতে
কে আর তুই ছাড়া
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া
ডাকি তাও, জাগে না
চায় হৃদয় তোর সাড়া
ছুঁয়ে দিলে মন-বীণা বেজে ওঠে যে
দে ভিজিয়ে শুধু যেন আঁখি না ভেজে
জানিনা কিভাবে তোকে বলি এ আমি
কত রাগই থেকে যাবে হয়ে বেনামী
মরমিয়া মন, মানে না এখন
কেন সে বাবরা
রং মেশায় দিন রাতে
এ দু' চোখের দরিয়াতে
কে আর তুই ছাড়া
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া
ডাকি তাও, জাগে না
চায় হৃদয় তোর সাড়া
Lage na, lage na
Aaj jiya tui chara
Daki tao, jage na
Chai hridoy tor sara
Rong meshay din raate
E duchokh er doriyate
Ke arr tui chara
Lage na, lage na
Aaj jiya tui chara
Daki tao, jage na
Chai hridoy tor sara
Chhuye dile mono bina beje othe je
Dey vijiye shudhu jeno ankhi na veje
Janina kibhabe toke boli a ami
Koto raagi theke jabe hoye benami