Hat ta dhoro na vab niye na lyrics

Hat Ta Dhoren Na Song Lyrics 

Song: Kalachan
Singers: Tosiba Begum, FA Pritom (rap)
Lyrics: Salahuddin Shagar
Composer: FA Pritom
Label: Burnabee Records

Kalachan song has been sung by Tosiba Begum. Music composed by FA Pritom. Lyrics written by Salahuddin Shagar. Kalachan Lyrics. Hat ta dhoro na vab niye na lyrics. Kala Chan Song Lyrics. Kalachand Song Lyrics. Hat ta dhoro na vab nai na song lyrics. Hat dhoren na vab nai na song lyrics.

কালাচান গানটি গেয়েছেন তোসিবা বেগম। সুরকার হলেন এফ.এ প্রীতম। কথা লিখেছেন সালাউদ্দিন। কালাচান গানের লিরিক্স।

Kalachan Song Lyrics in Bengali:


আদর কইরা ডাকব জান
কাছে একটু আইয়া যান
মনের কথা হই না জান
কী জাদুতে মারছেন আমায় বাণ

আদর কইরা ডাকব জান
কাছে একটু আইয়া যান
মনের কথা হই না জান
কী জাদুতে মারছেন আমায় বাণ

কী জাদুতে মারছেন আমায় বাণ

হাতটা ধরেন না
ভাব নিয়েন না
কেন চোখের ভাষা
বুঝেন না

জ্বালা দিয়েন না
দূরে যায়েন না
মইরা গেলে আমায় খুঁজে
পাইবেন না

ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
হায়রে, ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান

আগাগোড়া মেকাপ কইরা দেখাও তুমি ঢং
তোমার পান তুমি খাও, ঠোঁটে লাগাও রং

এই তুমি অনেক ক্রেজি
তোমার নাটক বুঝি
আয় তি তি তিতি কইরা
ময়না পাখি খুঁজি

মন আমার বোকাসোকা
পোলা বোকা না
আমি শুধু খাইছেন কি
বাবু খোঁকা না

তোমার মনের ব্যাপার স্যাপার
কাটলো প্রেমের খাল
শাড়ি পইরা টিপ মাইরা
ঠোঁট করি লাল লাল

ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
হায়রে, ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান

ডুব না দিলে প্রেমের জলে
জীবন যাবে হায় বিফলে
আইসো আমার মনমহলে

ভাসাইব আদরের সম্পদ
খাইয়া যাও না রসের ভরা পান

ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান
হায়রে, ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান

Kalachan Song Lyrics in English Transliteration:


Ador koira dakbo jan
Kache ektu aiya jan
Moner kotha hoina jan
Ki jadu te marchen amay baan

Hat ta dhoren na
Vab niyen na
Keno chokher vasa
Bujhen na

Jala diyen na
Dure jayen na
Moira gele amay khuje 
paben na

Ore kalachan
Tomar lagi mon kore anchan
Ore kalachan
Ek khan batar pan khaiya jan
326404665953066090

TRENDING NOW

326404665953066090