Peyechi Toke Ar Besi Chai Ki Amon (পেয়েছি তোকে) Lyrics | Rahul Dutta
Song: Peyechi Toke (পেয়েছি তোকে)
Singer: Rahul Dutta
Lyricist: Somraj Das
Original Song: Phir Aur Kya Chahiye
Original Singer: Arijit Singh
পেয়েছি তোকে গানটি হল ফির অর কিয়া চাহিয়ে হিন্দি গানটির বাংলা সংস্করণ। গানটি গেয়েছেন রাহুল দত্ত। কথা লিখেছেন সোমরাজ দাস। পেয়েছি তোকে এর বেশি চায় কি এ মন গানের লিরিক্স।
Peyechi Toke Song is the Bengali Version of the Hindi song Phir Aur Kya Chahiye. Peyechi Toke song is sung by Rahul Dutta. Bengali Lyrics written by Somraj Das. Peyechi Toke Song Lyrics. Peyechi Toke Song Lyrics in Bengali. Phir Aur Kya Chahiye Song Bengali Version Lyrics. Peyechi Toke Lyrics. Peyechi Toke Er Besi Lyrics.
চেয়েছি তোকে আমি,
তুই যে ভীষণ দামী,
থেকে যা সাথে আমার,
জনমে জনমে এভাবেই
পেয়েছি তোকে,
এর বেশি চায় কি এ মন?
হলি যে কবে,
আমার বাঁচার কারণ!
থাকব পাশে,
সুখে, দুঃখে আজীবন
পেয়েছি তোকে,
এর বেশি চায় কি এ মন?
বলে দে... আমায়,
রেখে দে... হৃদয়
একটা জীবন;
পড়ছে যে কম,
তোকে ভালোবেসে এভাবে...
পেয়েছি তোকে,
এর বেশি চায় কি এ মন?
হলি যে কবে,
আমার বাঁচার কারণ!
থাকব পাশে,
সুখে, দুঃখে আজীবন
পেয়েছি তোকে,
এর বেশি চায় কি এ মন?
বুঝে নে, বুঝে নে,
বুঝে নে, নে আমাকে
বুঝে নে, বুঝে নে,
বুঝে নে, নে আমাকে
রেখে দে হৃদয় মাঝারে (×২)
ঘুম ভাঙ্গা ভোরে,
তোরই আদরে
হয় যে শুরু দিন,
একফালি রোদ
মন যে লাগে না,
আর কোনো কাজে?
তোর ইশারাতে কাটুক প্রহর
বলে দে... আমায়,
রেখে দে... হৃদয়
রাত-দিন, কী সকাল,
হই যে বেসামাল
তুই ছুঁয়ে দিলে অকারণ
পেয়েছি তোকে,
এর বেশি চায় কি এ মন?
হলি যে কবে,
আমার বাঁচার কারণ!
থাকব পাশে,
সুখে, দুঃখে আজীবন
পেয়েছি তোকে,
এর বেশি চায় কি এ মন?
Cheyechi toke ami
Tui je vison dami
Theke ja sathe amar
Jonome jonome ebhabei
Peyechi toke
Ar besi chai ki amon
Holi je kobe
Amar banchar karon
Thakbo pashe
Sukhe dukhe ajibon
Peyechi toke er beshi chai ki e mon