Taito Ailam Sagore Lyrics (তাই তো আইলাম সাগরে) Tasrif Khan | Kureghor
Song: Taito Ailam Sagore (তাইতো আইলাম সাগরে)
Singer: Tasrif Khan
Band: Kureghor
Lyrics, Tune & Vocal: Tasrif Khan
Taito Ailam Sagore song has been performed by Kureghor Bangla Band. Taito Ailam Sagore Song is sung, composed & written by Tasrif Khan. Taito Ailam Sagore Song Lyrics. Amar mon bose na sohore lyrics. Taito Elam Sagore Lyrics.
তাই তো আইলাম সাগরে গানটি কুঁড়েঘর ব্যান্ড এর গান। গানটি গেয়েছেন তসরীফ খান। তিনি নিজেই গানটির টিউন বানিয়েছেন ও কথা লিখেছেন। তাই তো আইলাম সাগরে লিরিক্স। এই সাগর পারে আইসা আমার lyrics.
আমার মন বসে না শহরে
ইঁট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে,
তাই তো আইলাম সাগরে। (×২)
এই সাগর পাড়ে আইসা আমার,
মাতাল মাতাল লাগে।
এই রূপ দেখিয়া মন পিঞ্জরায়,
সুখের পক্ষী ডাকে। (×২)
পারতাম যদি থাইকা যাইতে
এই সাগরের পাড়ে,
ঝিনুক মালা গাঁইথা কাটায়
দিতাম জীবনটা রে।
আমার মন বসে না শহরে
ইঁট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে,
তাই তো আইলাম সাগরে। (×২)
এই নীল জলেতে ভাসায় দেব
মনের দুঃখ যত,
আর জল দিয়া পূরণ করিব
হাজার শুকনো ক্ষত। (×২)
পারতাম যদি থাইকা যাইতে
এই সাগরের পাড়ে,
ঝিনুক মালা গাঁইথা কাটায়
দিতাম জীবনটা রে।
আমার মন বসে না শহরে
ইঁট পাথরের নগরে
তাই তো আইলাম সাগরে,
তাই তো আইলাম সাগরে। (×২)
Amar mon bose na sohore
Int pathorer nogore
Taito ailam sagore
Taito ailam sagore
Ei sagor pare aisa amar
Matal matal lage
Ei roop dekhia mon pinjoray
Sukher pokkhi dake
Partam jodi thaika jaite
Ei sagorer pare
Jhinuk mala gaitha katay
Ditam jibon ta re.