Song: Tomake Dekhbo Bole
Singer: Iman Chakraborty
Composition: Saptak Sanai Das
Lyricist: Dipangshu Acharya
তোমাকে দেখব বলে গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। গানটির সুর দিয়েছেন সপ্তক সানাই দাস। কথা লিখেছেন দীপাংশু আচার্য্য। তোমাকে দেখব বলে গানের লিরিক্স।
Tomake Dekhbo Bole Song is sung by Iman Chakraborty. Music composed by Saptak Sanai Das. Lyrics written by Dipangshu Acharya. Tomake Dekhbo Bole Song Lyrics By Iman Chakraborty. Tomake Dekhbo Bole Lyrics.
তোমাকে দেখব বলে
দুচোখ বন্ধ করে আছি
আলো যত দূরে দূরে যায়
ছায়া তত আসে কাছাকাছি
তোমাকে...তোমাকে...তোমাকে দেখব বলে
দুচোখ বন্ধ করে আছি
পেয়ে শিশিরের অনুমতি
নিশি ডাকে দেব তার প্রাণে
একটা সহজ প্রজাপতি
বসে আছে হারমোনিয়ামে (×২)
পরী মতো আলপনা হয়ে যেন আমরা বাঁচি
তোমাকে...তোমাকে...তোমাকে দেখব বলে
দুচোখ বন্ধ করে আছি
দূরপাল্লার ট্রেনে চড়ে
আমরা পড়েছি ঢুকে টিমটিমে মায়ার ভেতরে
হারিয়ে যাচ্ছি সকলে
আবার ফিরতে হবে সে কথা কারোর মনে নেই
নিজের সঙ্গে নিজে খেলছি, অলীক কানামাছি
তোমাকে...তোমাকে...তোমাকে দেখব বলে
দুচোখ বন্ধ করে আছি
ছায়া যত দূরে দূরে যায়
আলো তত আসে কাছাকাছি
তোমাকে...তোমাকে...তোমাকে দেখব বলে
দুচোখ বন্ধ করে আছি
দুচোখ বন্ধ করে আছি
দুচোখ বন্ধ করে আছি...
Tomake dekhbo bole
Du chokh bondho kore achi
Aalo joto durey durey jaay
Chhaya toto asey kachakachi
Tomake...tomake...tomake dekhbo bole
Duchokh bondho kore achi