Tumi Jantei Paro Na Lyrics

Tumi Jantei Paro Na Lyrics 


Song: Tumi Jantei Paro Naa (তুমি জানতেই পারো না)
Movie: Cheeni 2
Singer: Mahtim Shakib
Music Composer: Mainak Mazoomdar
Lyricist: Nilanjan Chakraborty
Starring: Anirban, Madhumita, Aparajita & others.

Tumi Jantei Paro Naa song is from the movie Cheeni 2. Tumi Jantei Paro Na song is sung by Mahtim Shakib. Music composed by Mainak Mazoomdar. Lyrics written by Nilanjan Chakraborty. Tumi Jantei Paro Naa Lyrics. Tumi Jantei Paro Na Song Lyrics.

তুমি জানতেই পারো না গানটি হল চিনি ২ সিনেমার গান। গানটি গেয়েছেন মাহতিম শাকিব। সুরকার হলেন মৈনাক। কথা লিখেছেন নীলাঞ্জন। তুমি জানতেই পারো না গানের‌ লিরিক্স।

Tumi Jantei Paro Na Lyrics in Bengali:


তুমি বৃষ্টি চেয়েছো বলে
কত মেঘের ভেঙেছি মন
আমি নিজের বলতে তোমায় চেয়েছি

তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি

তুমি জানতেই পারো না, তোমায় 
কত ভালোবেসেছি
তুমি জানতেই পারো না, তোমায় 
কত ভালোবেসেছি

তুমি শান্ত
তবুও কি চেয়েছি 
এ মন ভাঙত
ভোর হবে ঠিকই
রাত জানত
যতটুকু জড়িয়ে থাকা যায়

তুমি হাসলে
নাকি ফের পেছন থেকে ডাকলে
বরাবর দোটানা তে থাকলে
কিভাবে আজীবন বাঁচা যায়

তুমি অন্য ঘরেই থেকো
আমার নামে রাগ জমিয়ে রেখো
আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি

তবু জানতেই পারো না, তোমায় 
কত ভালোবেসেছি
তুমি জানতেই পারো না, তোমায় 
কত ভালোবেসেছি

Tumi Jantei Paro Na Lyrics in English Transliteration:


Tumi bristi cheyecho bole
Koto megher vengechi mon
Ami nijer bolte tomay cheyechi

Tumi jaoni kichui bole
Aajo palte felini mon
Shudhu nijer bolte tomay cheyechi

Tumi jantei paro na tomay
Koto valobesechi
Tumi jantei paro naa tomay
Koto valobesechi

Tumi shanto
Tobuo ki cheyechi
E mon vangto
Vor hobe thiki
Raat janto
Joto tuku joriye thaka jaay

Tumi hasle
Naki pher pechon theke dakle
Borabor dotana te thakle
Kibhabe ajibon bancha jaai

Tumi onnyo ghorei theko
Amar naame raag jomiye rekho
Ami sobtuku dosh tomay cheyechi
326404665953066090

TRENDING NOW

326404665953066090