Tomay Chhere Jete Parlam Koi Lyrics (তোমায় ছেড়ে যেতে পারলাম কই) | Anupam Roy | Tekka Movie
Song: Tomay Chhere Jete Parlam Koi (তোমায় ছেড়ে যেতে পারলাম কই)
Movie: Tekka
Composer: Ranajoy Bhattacharjee
Singer: Anupam Roy
Lyrics: Ranajoy Bhattacharjee
Cast: Dev, Swastika
Tomay Chhere Jete Parlam Koi Song is from the Bengali movie Tekka. Tomay Chhere Jete Parlam Koi song sung by Anupam Roy. Music composed by Ranajoy Bhattacharjee. He also wrote the lyrics. Tomay Chere Jete Parlam Koi Lyrics. Tomay Chhere Jete Parlam Koi Song Lyrics. Tomai Chere Jete Parlam Koi Lyrics.
তোমায় ছেড়ে যেতে পারলাম কই গানটি হলো দেব অভিনীত "টেক্কা" সিনেমার গান। গানটি গেয়েছেন অনুপম রায়। সুরকার হলেন রনজয় ভট্টাচার্য। তিনি নিজেই গানের লিরিক্স লিখেছেন। তোমায় ছেড়ে যেতে পারলাম কই লিরিক্স।
যখন জানলা দিয়ে ঝড়, এলোমেলো ঘর,
তখন থমকে যাওয়ার ভয়, পালানোর সময়।
যেমন নিত্যনতুন ডাক তোমায় খুঁজে পাক,
তেমন আসবো বলেই যাই,
বরফ ঢাকা স্মৃতির জলে পা ডুবাই।
জঠর দিয়ে তৈরি করছি যাকে
আমার চোখ খুঁজছে আজও তাকে।
নরম আঙ্গুল বুলিয়ে দিয়ে গালে,
ভিজলো কথা আড়ালে আবডালে।
হাত বাড়িয়ে ডাকছি দেখো ওই
তোমায় ছেড়ে যেতে পারলাম কই।
কেমন আবাহনী সুর ডাকছে বহুদূর।
যেমন কান্নাচাপা গান যন্ত্রণার আজান।
তখন আমার আলোর গান তোমারই সন্ধান।
তখন ভুল পেরোলেই ঠিক,
ধুলোর চাদর আগলে রাখে চারিদিক।
আঁচল দিয়ে ঢেকে রাখতে যাকে
আমার চোখ ফিরে দেখতো তাকে।
স্রোতের টান ঠোঁটে রাখতে ভুলে
চাইতে কি আমাকে ফের মুখ তুলে।
হাত বাড়িয়ে ডাকছি দেখো ওই
তোমায় ছেড়ে যেতে পারলাম কই।
Jokhon janla diye jhor, elomelo ghawr,
Tokhon thomke jawar bhoy, palanor somoy.
Jemon nityo notun dak tomay khuje pak
Temon asbo bolei jai
Borof dhaka smritir jole paa dubai
Jothor diye tairi korchi jake
Amar chokh khunjche aajo take
Norom angul buliye diye galey
Vijlo kotha arale abdale
Haat bariye dakchi dekho oi
Tomay Chhere Jete Parlam Koi