Bhalobasha Jaari Achhey Lyrics (ভালোবাসা জারি আছে) | Talmar Romeo Juliet Web Series
Song: Bhalobasha Jaari Achhey (ভালোবাসা জারি আছে)
Web Series: Talmar Romeo Juliet
Singers: Debraj Bhattacharya, Surangana Bandopadhyay
Music composer: Debraj Bhattacharya
Lyrics: Anirban Bhattacharya
Starring: Debdutta, Hiya
Bhalobasha Jaari Achhey song is from the Bengali Web Series Talmar Romeo Juliet. This song has been sung by Debraj Bhattacharya & Surangana Bandopadhyay. Music composed by Debraj. Lyrics written by Anirban Bhattacharya. Bhalobasha Jaari Achhey Song Lyrics in Bengali. Bhalobasa jari ache lyrics. Bhalobasha Jaari Achhey Lyrics. Bhalobasa Jaari Ache Lyrics.
ভালোবাসা জারি আছে গানটি হল তালমার রোমিও জুলিয়েট ওয়েব সিরিজ এর গান। গানটি গেয়েছেন দেবরাজ ও সুরঙ্গনা। কথা লিখেছেন অনির্বাণ। ভালোবাসা জারি আছে লিরিক্স।
ও ও ও...
ওই চাঁদ, এগিয়ে এসেছে কাছে
চুপিসারে ভালোবাসা জারি আছে
ও চুপিসারে ভালোবাসা জারি আছে
হুমম হুমম হুমম...
ভালোবেসে আবদারে জোছনাতে
মিশে যেতে চাই
শেষ ঘুমে করতলে তোর হাসি
মেখে নিতে চাই
ভালোবেসে আবদারে জোছনাতে
মিশে যেতে চাই
শেষ ঘুমে করতলে তোর হাসি
মেখে নিতে চাই
নাবিক হয়ে চল, আমায় নে সাথে
নাবিক হয়ে চল, আমায় নে সাথে
সাগর টালমাটাল এই মায়াবী রাতে
সেই রাত, এগিয়ে এসেছে কাছে
চুপিসারে ভালোবাসা জারি আছে
ও চুপিসারে ভালোবাসা জারি আছে
Oi chand, egiye eseche kache
Chupisare bhalobasha jaari achhey
O chupisare bhalobasha jaari achhey
Bhalobeshe abdare jochhonate
Mishe jete chai
Shesh ghume korotole tor hasi
Mekhe nitey chai
Nabik hoye chol, amay ne sathe
Sagor talmatal ei mayabi raate