Ei Bhasao Lyrics

Ei Bhasao Song Lyrics from Dorod Movie 

Song: Ei Bhasao (এই ভাসাও)
Movie: Dorod
Singers: Balam, Konal
Lyrics: Arafat Mehmood, Zahid Akbar
Music composer: Arafat Mehmood 
Starring: Shakib Khan, Sonal Chauhan 

Ei Bhasao Song is from the movie Dorod. This song has been sung by Balam & Konal. Music composed by Arafat Mehmood. Lyrics written by Arafat & Zahid Akbar. Featuring Shakib Khan & Bollywood actress Sonal Chauhan. Ei Bhasao Lyrics. Ei Bhasao Lyrics Shakib Khan. Ei bhabao ei bhasao Lyrics.

এই ভাসাও গানটি হল দরদ সিনেমার গান। গানটি গেয়েছেন বালাম ও কোনাল। সুরকার হলেন আরাফাত। লিরিক্স লিখেছেন আরাফাত ও জাহিদ। গানটিতে শাকিব খান ও বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে অভিনয় করতে দেখা গেছে। এই ভাসাও লিরিক্স। 

Ei Bhasao Song Lyrics in Bengali:

তুই ছাড়া একলা মন
বাঁচবে রে কী আশায়
আমার বাঁচার আকাশ
তোরই ভালোবাসায় (×২ বার)

এই ভাবাও, এই ভাসাও
বুকেরই মাঝে হারাও
হারিয়ে ফেলেছি আমায় তোমারই মাঝে

যদি একটু তোমার দূরে সরে যাই
লাগে দুনিয়া আঁধার, আমি হই অসহায় 

তুই ছাড়া একলা মন
বাঁচবে রে কী আশায়
আমার বাঁচার আকাশ
তোরই ভালোবাসায়

আমি ওই চোখ পড়ি
তুমি পড়ো যে মন
চলো ভালোবাসি শুধু আমরা দুজন 

আমি তোমার ভেতর
কোথাও চলে যাই
তুমি ছবি হয়ে আসো এক লহমায় 

এই ভাবাও, এই ভাসাও
বুকেরই মাঝে হারাও
হারিয়ে ফেলেছি আমায় তোমারই মাঝে

যদি একটু তোমার দূরে সরে যাই
লাগে দুনিয়া আঁধার, আমি হই অসহায় 

তুই ছাড়া একলা মন
বাঁচবে রে কী আশায়
আমার বাঁচার আকাশ
তোরই ভালোবাসায় (×২ বার)

ডাকছি তোমাকে
বাতাসে হয়ে যাও
মরে যাই যে আমি
যেই দূরে হারাও

Ei Bhasao Song Lyrics in English Transliteration:

Tui chara ekla mon
Banchbe re ki ashay
Amar banchar akash
Tori bhalobasay

Ei bhabao, ei bhasao
Bukeri majhe harao
Hariye felechi amay tomai majhe

Jodi ektu tomar dure sorey jai
Lage duniya andhar, ami hoy osohay
326404665953066090

TRENDING NOW

326404665953066090