Kartik Puja Pushpanjali Mantra in Bengali

Kartik Puja Pushpanjali Mantra Bengali 

Kartik Puja 2024 is going to be held on 16 November 2024. Follow all the rituals before Pushpanjali. Kartik Puja Dhyan Mantra in Bengali. Kartik Puja Pranam Mantra in Bengali.

কার্তিক পুজো ২০২৪ সালে ১৬ই নভেম্বর (বাংলার ৩০শে কার্তিক ১৪৩১) শনিবার অনুষ্ঠিত হবে। কার্তিক পুজোর সব থেকে শুভ মুহূর্ত প্রদোষে ৪টে বেজে ৫৫ মিনিটের পর থেকে সন্ধ্যে ৬ টা বেজে ২৬ মিনিটের মধ্যে। এছাড়া রাত্রি ৮ টা বেজে ৫ মিনিট থেকে রাত ১০ টা বেজে ১১ মিনিট এর মধ্যে।

Kartik Puja Pushpanjali Mantra in Bengali:


(ধ্যান মন্ত্র)

ওঁ কার্ত্তিকেয় মহাভাগং ময়ুরোপরীসংস্থিতম।
তপ্তকাঞ্চনবর্ণাভং শক্তিহস্তং বরপ্রদম্।।
 
দ্বিভূজং শত্রুহন্তারং নানালঙ্কারভুষিতম।
প্রসন্নবদনং দেবং কুমারং পুত্রদায়কম্।।

(প্রণাম মন্ত্র)

কার্ত্তিকেয় মহাভাগ দৈত্যদর্পনিসূদন।
প্রণতোহহং মহাবাহো নমস্তে শিখিবাহন।।

(পুষ্পাঞ্জলি মন্ত্র)

কার্ত্তিকেয় মহাভাগ গৌরীহৃদয় নন্দন।
দেবসেনাপতি শ্রীমন্ বঞ্ছিতার্থঞ্চ দেহি মে।।

কার্ত্তিকেয় মহাভাগ পার্ব্বতী প্রিয়নন্দন।
ভবস্তু তৎ প্রসাদেন ধনধান্যাদি সম্পদঃ।।

রুদ্রপুত্র নমস্ত্তভ্যং তারকান্তকর প্রভো।
বাঞ্ছিতার্থঞ্চ দেহি মে কার্ত্তিকেয় নমোহস্তু তে।।

Kartik Puja Kobita / Poem in Bengali:

যারা ছোট কার্তিক ঠাকুর এর মূর্তি রেখে আসতে চাও কারোর বাড়িতে অথবা বাড়ির সামনে, তাদের জন্য কবিতা। নিম্নলিখিত কবিতাটি তারা ব্যবহার করতে পারো।

মা... মা... মা... দুয়ার খোলো
বাহির পানে চোখটি মেলো
আমি তোমার দামাল খোকা
দাঁড়িয়ে আছি একলা একা।

হাতে আমার ক্ষীরের হাঁড়ি
বিলিয়ে দিও বাড়ি বাড়ি,
পেরিয়ে এলাম আঁধার কালো
এবার উঠোন তোমার করব আলো।

বাইরে ভীষণ শীতের নাচন
ঠান্ডা হাওয়ায় লাগছে কাঁপন
মাগো তুমি খোকন বলে
নাও গো আমায় কোলে তুলে।।
326404665953066090

TRENDING NOW

326404665953066090