Baiya Jao Majhi Lyrics (বাইয়া যাও মাঝি) Anupam Roy | Prashmita Paul | Pataligunjer Putul Khela
Baiya Jao Majhi Lyrics Anupam Roy
Song: Baiya Jao Majhi
Movie: Pataligunjer Putul Khela
Singers: Anupam Roy, Prashmita Paul
Music Composer: Subhadeep Guha
Lyricist: Subhadeep Guha
বাইয়া যাও মাঝি গানটি হলো পাটালীগঞ্জের পুতুল খেলা সিনেমার গান। গানটি গেয়েছেন অনুপম রায় ও প্রশ্মিতা পাল। সুরকার ও কথাকার হলেন শুভদীপ গুহ।বাইয়া যাও মাঝি লিরিক্স।
Baiya Jao Majhi song is from the movie Pataligunjer Putul Khela. This song has been sung by Anupam Roy & Prashmita Paul. Music composed by Subhadeep Guha. He also wrote the lyrics. Baiya Jao Majhi Lyrics. Baiya Jao Majhi Song Lyrics.
Baiya Jao Majhi Lyrics in Bengali:
চাঁদে ভাসা রাত তোমাকেই দেখে যায়
আশা ছড়াচ্ছে জোনাকির দু ডানায়
আনকোরা হাতে খুলছি কপাট, তোমার ভরসায়
ফিরে ফিরে আসি, মেঠো পথে পাড়ি
রূপকথা দিয়ে মোড়া, তোমার বাড়ি
ছায়া ঘিরে আসা, মায়া ভরা জোছনা তলায়
এভাবেই ঘুড়ির টান ওঠে যদি
এভাবেই তুমি সুতো ধরে থাকো যদি
এভাবেই ঘুড়ির টান ওঠে যদি
এভাবেই তুমি সুতো ধরে থাকো যদি
ইচ্ছেরা দেবে স্বপ্নকে পাহারা
চালচুলোহীন এই মন
তোমার আঙ্গুলে যখন
চালচুলোহীন এই মন
তোমার আঙ্গুলে যখন
নিবিড় হয়ে আসা আবেগের ইশারা
ঝাঁপ দিই জলে, গভীর অতলে
ঝাঁপ দিই জলে, গভীর অতলে
সুতোয় বাঁধা তুমি আর আমি, তার ইশারায়
আমাদের গল্প বাঁধবার, এসেছে সময়
তোমাকেই দেখেছি যখন
তারা ভরা আকাশ তখন
তোমাকেই দেখেছি যখন
তারা ভরা আকাশ তখন
ঘুম ভাঙা ভোরে তোমার কড়া নাড়া
এভাবেই যখন তখন
মনে পড়ে যাচ্ছো এমন
পুতুল সুতোর টানে দুলে দুলে দিশাহারা
বাইয়া যাও মাঝি, ঢেউ ওঠে যদি
বাইয়া যাও মাঝি, ঢেউ ওঠে যদি
সুতোয় বাঁধা তুমি আমি, তার ইশারায়
আমাদের গল্প বাঁধবার এসেছে সময়
Baiya Jao Majhi Lyrics in English Transliteration:
Chande vasa raat tomakei dekha jay
Asha choracche jonakir du danay
Ankora haate khulchi kopat, tomar vorosay
Phire phire asi, metho pothe pari
Rupkotha diye mora, tomar bari
Chhaya ghire asa, maya bhora jochona tolay
Ebhabei ghurir taan othe jodi
Ebhabei tumi suto dhore thako jodi
Ebhabei ghurir taan othe jodi
Ebhabei tumi suto dhore thako jodi
Ichchera debe swopno ke pahara
Chalchulohin ei mon
Tomar angule jokhon
Nibir hoye asha abeger ishara
Jhap di jole, gobhir otole
Jhap di jole, gobhir otole
Sutoi bandha tumi ar ami, tar isharay
Amader golpo bandhbar eseche somoy
Tomakei dekhechi jokhon
Tara bhora akash tokhon
Ghum bhanga bhore tomar kora nara
Ebhabei jokhon tokhon
Mone pore jaccho emon
Putul sutor tane dule dule dishehara
Amarkobita4u.com
We provide Bengali poems & the lyrics of Bengali songs.